Welcome
salim mia

ঈদ হলো-২০২০//সেলিম মিয়া(সবটুকু পড়ুন)

প্রথম পেলাম ঈদগাহ্ বিহীন জামাত ঘরোয়া নামাজপরিবারে প্রথম এলো পুরানা পোশাকে নিরানন্দ সমাজশৈশব হতেই শুনে এসেছি,

ঈদ মানে খুশির একটা দিনসে হতে ছোট বড়দের মোলাকাত শেষে, হৈচৈ সারাদিনআনন্দ উল্লাসে পাড়ায় পাড়ায় কেটে গেছে সারাবেলা সৌজন্য সাক্ষাত শুভেচ্ছায়, ছিলনা একটুও অবহেলা।

ঈদ সালামি দেয়া নেয়া, আবেগ ভরা অমূল্য উপহার।ঈদের পরেও আত্মীয়-স্বজন কলরব সুন্দর উৎসবমুখর ভাবের মানুষ বাড়ি বাড়ি,

পোলাও মাংস মিষ্টি খাওয়াকোল্ড ড্রিঙ্কস পানে তৃপ্তি এনে, নতুন খাওয়া দাওয়ারাতের বেলা ঘরোয়া গানের আসর, দুদলের দুজন গুরুপ্রথম দলের শেষের অক্ষরে,

দ্বিতীয় দলের শুরুঘুম ঘুম চোখেও জেতার চেষ্টা, হার হলে,বড় জরিমানা।পকেট খালি, খোঁড়া যুক্তি, রাতে জরিমানা দেয়া মানা।২০২০ এর একটা ভাবনা, কভিড থেকে রক্ষার প্রার্থণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *