অনেক বড় চাওয়া, পেয়েছিলাম নিজস্ব স্বাধীনতা;ভালবাসার-ভালবাসায় অফুরন্ত এক মহা সপ্তাহ।রিমঝিম-রিমঝিম মেঘের সঙ্গে, হংস বলাকা হয়ে, খুশির-খেয়ালে,প্রেম- সাগরে,সুখের পাল তুলেছিলাম;উম্মুক্ত বিহঙ্গ রসায়নে, উড়েছিলাম শূন্য আকাশে।
রাতের আঁধারে, আনন্দে-হাসি-গানের সিংহ-দুয়ারে, শুকনো ডালেও ফুটেছিল, হরেক রংএর ফুলগুলো।চকিত তাড়িত, রনো-ঘনো-ছনো, রুদ্র আসর সংসারে,বন্ধ-খিড়কি-বাতায়নে এসেছিল, রজনী গন্ধার সুগন্ধ।
হঠাৎ এক বিষাদের ঝড়ে, ডান থেকে বাম, গড়া-গড়ি,এরি মাঝে সময়ের অবসানে ফিরে আসার পথ-পাড়ি।হৃদয় পিঞ্জর ছুঁয়ে, আপন-তর ভুলে, পরো’তর দুলে, চিতা-চন্দন তিতা-দহন পোহায়ে, চলেছি অনিচ্ছা-কুলে।