লাবন্য তুমি দেখোনি, এখানে টলমলে নীল জল, আকাশের রং চুরি করে ওঁরা নিত্য খেলা করে, পানকৌড়িরা প্রতিনিয়ত স্নান করে জলের বুকে পবিত্রতা আর স্নিগ্ধতার জানান দেয়।
সূর্য একরাশ হাসি নিয়ে জেগে উঠে বিশাল বুক চিরে। আছড়ে পড়া ঢেউয়ের বাতাসের বেগে রোদের তেজ হারিয়ে যায়, নাতিশীতোষ্ণ তায়।
কল্পনা নয়, সত্যি এ যেন মর্তের মাঝে স্বর্গের হাতছানি। না এ চিত্র কোন বিদেশের না, মেঘালয় পর্বত থেকে ছুটে আসা মিঠামন হাওর।