জল শুকানো জো’ধরা মাঠে চৈতালি ফসলের বীজ
বপনে উপড়ে ফেলে ঘাস,
লাঙ্গলের ফালে মাটির ফালি ফালি চাষ।
কিছু দিন পর সবুজ শষ্যে ভরে যায় মাঠ।
এ মাঠ যেন সুন্দর বেঁচে থাকার জন্য প্রকৃতির বরণ-
ডালায় পৃথিবীর বুকে ছড়ায় শিশিরের ঘ্রাণ,
কৃষকের প্রাণ, বাঙলা মায়ের হেমন্ত স্নান।