অদৃশ্য বিজলী মঞ্চে কেউবা কাঁদে কেউবা হাসে, অসুস্থ দহনে, যায়না যান, যায়; তবে ভাড়া দ্বিগুণ। সুস্থ সৌরভ পেতে, হাসপাতালের পরশ পেতে ছুটে।সিট খালি নেই, তদবিরে সিট পায়, অক্সিজেন নেই। তদবির নেই, হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটিপথে পথে ঘুরে, ব্যর্থ হয়ে, হতাশার-ঘোরে ঘরে-ফেরে। সিট আছে, অক্সিজেন আছে, সেসব যে বেসরকারিযাদের টাকা পয়সা আছে ভুরি ভুরি, শুধু তাদের […]
